কালের বিবর্তনে,
মিথ্যার ভয়াল থাবা আজ উঁচিয়েছে মাথা,
বিশ্বের বুকে চরম সংকটে সত্য ন্যায় বিবেকতা।

মানবতা আজ যেন বিবশ সোনার হরিণ,
চক্ষু মেলে খুঁজে পাওয়া দায়,
পকেটপূর্ণ অর্থের দাপটে সত্য অসহায়।

মরছে ক্ষুধাতুর
ধর্ষিতা অসহায়,
বারন তো লঙ্কাসনেই কার কিবা আসে যায়।

দুর্বলের পাঁজর যেন
সবলের পদ্মাসন
বিবেকের দংশনে কাঁপে না কারো মন।

লাথি মেরে ওরে
রাশি রাশি ধন,
মানবের হিতার্থে বিলাও জীবন,
পতন নাশিবে না তোমায় হইলেও শমন।
---


(সংশোধিত )