ভাঙা নৌকায় ভেসে বেড়াই সাঁতার জানি না,
চুঁইয়ে চুঁইয়ে পানি এসে,
ভরলো নাওখানা।

ভব নদীর তরঙ্গ ভারী দেখেও রইলাম কানা,
কোন অতলে ভাসি আমি,
গভীরতা নেই জানা।

জল রূপে কেবা হয় মীণ রূপ কে ?
নৌকা রূপ কেবা হয়,
মাঝি আমি কে ?

কোথায় আছে কার ঠিকানা কি রূপে কে আনাগোনা,
ভাঙা তরী বাইলাম শুধুই,
জ্ঞান উদিল না।

গাধার মত ছিঁচলাম বারি নিজেই ফুঁটো করে,
নিজের নৌকায় অন্যে মাঝি,
অথই পারাবারে ।

নিজের মাঝেই অগাধ নদী নিজেই নিজের তরী,
নিজের পাপেই নৌকা বুঝাই ,
নিজেই ডুবে মরি।

যেজন গেল নিজকে চিনে করলো নিজের সাধন,
দীপ্তজ্ঞানে দেখলো সে জন,
সবই একজন।

ভব নদীর প্রতিকূলে মাঝি আমি কে ?
অধরারে যে ধরেছে,
সে ই চিনেছে।

-সংশোধিত