কোথায় জ্বালাবো ন্যায়ের একটু প্রদীপ,
  মানবের দেহে প্রবাহিত কালো রক্ত,
            অন্যায়ের ঝঞ্ঝা বহে
               দিক- বিদিক।
  
মস্তিষ্কে শোষণ ব্যভিচারের বিষাক্ত শ্যাওলা,
                নিশ্বাসে দুর্নীতি,
           প্রতিহিংসার শিলাবৃষ্টি
                  চারিদিক।
              
     স্বার্থের শিকলে বাঁধা সত্য বচন,
          রুই কাতলা শুষে খায়
                   সমাজ,
    ঘুষের টাকায় পেট মোটা বড় সাহেব
             পাতিরা রাতারাতি
                  কলাগাছ।

     সেলফের তলে চাপা ন্যায় বিচার,
            দুর্নীতির পা চাঁটে
                   প্রশাসন,
        সিণ্ডিকেটে বাজার ব্যবস্থা
               শীল পাটায় পিষ্ট
                   জনগণ।

কোথায় জ্বালাবো ন্যায়ের একটু প্রদীপ ?
           বিবেকের পোঁড়ামাটিতে,
                 অঙ্কুরিত হয় না
                        ভ্রূণ,
      প্রতেক্ষ চলে ক্ষমতার লুটতরাজ,
               প্রতিনিয়তই হই
                        খুন।

আমি কোথায় জ্বালাবো? ন্যায়ের একটু প্রদীপ,
  মানবের দেহে প্রবাহিত কালো রক্ত,
            অন্যায়ের ঝঞ্ঝা বহে
               দিক- বিদিক।


                      
রচনাকালঃ০৫/০৪/২০১৫ ইং