ওহে স্বজনী,
কংক্রিটের রাজ্যে কোমল সোফায়, কোল বালিশ চেপে
নিদ্রা যাও আনমনে।
আর আমি,
সমগ্ররজনী কাদামাটির কুঁড়েঘরে খড়কুটোয় দেহ এলিয়ে,
খেলা করি চাঁদের সনে ।
ভগ্নচালার ছিঁদ্রপথে নির্ঝরেরমতো নেমে আসে চাঁদের জোছনা,
তৃষিত চকোরের মতো আস্বাদন করি তা,
ঘুরে বেড়াই নক্ষত্র হতে
নক্ষত্রপুঞ্জে।
তুমি কংক্রিটের প্রাসাদে দাম্ভিক মনে ঢেকে রাখো পুরানো ভালবাসা,
অবিচ্ছেদ্য প্রাচীরে যেথায় চাঁদের শোভা ম্লান
সেথায় কৃত্রিম মধুকুঞ্জে।
মেয়ে, ওই দাম্ভিকতার প্রাচীর ভেদি একবার নেমে এসো, মৃত্তিকার এ কুঁড়েঘরে
দেখবে সেথায় পরম সুখ, কোমল মনের অভয়াশ্রম জুড়ে ।।
-সংশোধিত