কখনো কখনো হয়ে যাই আব্রুহীন উদাসী আকাশ,
দৃষ্টির অগোচরে ঝরে পড়ে মেঘবালিকা,
স্মৃতির অদ্রিচূঁড়ায় মুখথবড়ে পড়ে,
বেপরোয়া ভাবনার মেঘপুঞ্জ।

কখনো কখনো নগ্নপদে হেঁটে চলি পচাৎতে,
যেথায় কণ্টময় স্মৃতির রাজ্য।
ক্ষত বিক্ষত হই,
যেন টুপ গলঃবধ মাছের মতো নিয়তির নিঠুর বরশি টেনে
তোলে ডাঙায়,
অতঃপর হতভাগার মরণ।

কখনো কখনো হয়ে যাই উম্মাদ বাউল,
জটাচুলে মাখি কষ্টগুলো,
আবেগের একতারায় তোলি মরমি সুর,
ভুলে যাই অন্ন বস্ত্র,
সভ্যতার ইট পাটকেলে হই ক্ষত বিক্ষত।
তবুও পোড়ামনটাকে বার বার পোড়াই,
কামারের হাফর যেমন পোড়া কয়লাকে পোড়ায় বার বার।


(সংশোধিত)