মাগো আমায় কলাপাতার চুল বানিয়ে দে,
মাথায় বেঁধে ছোট্ট দুটি,
বেণী করে দে।
না হয় আমার এলোচুলে রক্তজবা দে,
না হয় চুলে খোঁপা করে,
বকুল মালা দে।
না হয় মাগো তোর খাঁপাটি আমার মাথে দে,
লম্বা লম্বা চুলের খেলায়,
হারবে আমায় কে ?
না হয় মাগো তোর সাথে,হবে বড্ড আঁড়ি,
হয়তো কোথাও হারিয়ে যাব,
ফিরব না আর বাড়ি।
- সংশোধিত