কতোদিন কতোকাল আবর্তিত দু'জন ভাবনার একই কক্ষপথে,
কতো দৃষ্টির নিরব সূর্যলোক ফেলেছি লাবণ্য অর্ণবে,
তবুও একটিবার হয়নি আজও হাতটি ধরে চলা,
কোমল অধরে পরশ মেখে সুখের পাখনা মেলা।
সে আশার মুকুট আজ চির বিলীন,
জীবনের অসমাপ্ত প্রত্যাশা পূরিবে না কোনদিন।
তবু কেন ভুলি ভুলি ভুলা যায় না তারে,
নীরব বাঞ্ছা লুকিয়ে রাখি মৃত এ অন্তরে ?
-সংশোধিত