কখনো ভালবাসনি পবিত্র মনে,
সুপ্তস্বপ্নগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আহত করেছো,
জাগাবার প্রহসনে।
আমার সরল ব্যক্তিত্ব নিয়ে খেলেছো উপহাস,
নিশাচর হয়ে গভীর নিশীথে,
করেছো সর্বনাশ।
তবুও আমি কণ্টক হয়ে বিঁদবো না তোমার গায়,
ক্যাকটাসেও ফুল ফুটে,
দেখাবো তোমায়।

-সংশোধিত