আমার এ ভাঙা ঘরে কে যেন বিরাজ করে,
        অক্ষির সামনে ঘুরে ফিরে,
              তবু দেখি নারে।
কি রূপে সে বসত করে কতই গভীর জলে,
        দেখিনি কভু দীপ্তজ্ঞানে,
          ভাবের দোয়ার খুলে।
সত্য সাধন সিদ্ধ যেজন পাইলো পরম ধন
          আমার জনম উষর ধূসর,
            হল না জ্ঞানের বর্ষণ।
                      --


(সংশোধিত )