সময়ের বিবর্তনে পাল্টে গেছে সব,পাল্টে গেছে আমার আমিত্ব
সেই বাল্য হতে যৌবন
অতঃপর প্রবীণ।
বয়সের রোষে এখন ছানিপড়া চোখ জীর্ণ চর্ম,
নড়বড়ে দন্ত্য আর মস্তকে শুভ্র কেশের রাজত্ব।
অথচ আজো পাল্টে নি তোমার প্রতি প্রথম যৌবনের,
কুসুম কুসুম প্রেমাবহতা।
দেখবে ?
তো কাছে এসো।
প্রতীক্ষিত ছানিপড়া চোখ দুটি ছুঁয়ে, ললাটে এঁকে দাও আবেগী চুম্বন,
কালের কাঁটা উল্টো ঘুরিয়ে ফিরে যাব সেই দিনে,
আবেগী ঘুঙুর পায়ে সহাস্যে বলে যাব
ওগো, আমি আজো তোমার সেই ষোড়শিনী।
(সংশোধিত )