এক পৃথিবীর সমস্ত গরল গলঃবধ করে,
চলে যাব দূরে,
বহুদূরে,
যেথা হতে কভু আর আসব না ফিরে।
যদি কভু মনেপড়ে  ভুল করে আমায়,
কোমল হৃদে একটু বসো বংশাই নদীর তীরে,
বলে যেও নির্বাক ঠোঁটে,
ফিরে এসো কবি,
হয়তবা আসব ফিরে, হয়ে জলচ্ছবি।