যখন বিজয়ের উল্লাসে জাতি,
লাল সবুজের রক্তিম নেশায় মত্ত তারুণ্যের উন্মাদনায়,
লাখো অর্থ ব্যয়ে রঙ বেরঙের পোশাকে চেতনার ছড়াছড়ি,
তখন রাস্তার পাশে হিম হয় ক্ষুধার্ত শীতার্ত শিশু,
বেঁচে থাকার প্রয়াসে ফ্যালফ্যাল দৃষ্টি,
ক্ষুধার দানব হতে মুক্তি পেতে।
ওরা আজো পরাধীন ক্ষুধার রাজ্যে।
মরুক ওরা, মরবেই তো, তাতে চেতনার কি ই বা ক্ষতি,
যখন বিজয়ের উল্লাসে জাতি !
-সংশোধিত