প্রতিদিনই, ঘর হতে গোরস্থানের দূরত্ব মাপি,
কিন্তু মাপা হয়না জীবন হতে মৃত্যুর দূরত্ব,
মাপা হয়না, ক্রমবর্ধমাণ জীর্ণ লতার মতো বেড়ে চলা মানুষ হতে মানবতা দূরত্ব,
মাপা হয়না আপন পরের সঠিক ওজন।
কোলাহল মুখরিত শহর নগর জনপথগুলো, ক্রমশই যেন নিস্রোতা নদীর মতো বিবর্ণ হচ্ছে
ধেয়ে আসছে মৃত্যুর মিছিল সুনামী।
ওই যেন কে ডাকছে আমায়; বলছে- "ও মাঝি, না ছেড়ে এবার মিছিলে এসো"
তবুও সন্ধ্যা নামে আরেকটি ভোরের আশায়,
ভবের হাট হতে কেনা হয়না মিছিলে যাবার রসদ।
তবুও একদিন, নাও ছেড়ে পালিয়ে যাবে জীবন মাঝি,
সাড়ে তিনহাত ঘরে শুয়ে ভুলে যাবে ওপারের ক্লান্তি,
রাজার পাইক-পেয়াদা চুকিয়ে নিবে,খাজনা ফাঁকির চুলচেরা হিসেব।
-