জাগো জাগো বাংলার সূর্য সন্তানেরা বিপ্লবী নেশায়
তিমির পুড়িয়ে,
স্বাধীন বঙ্গাকাশে তিমিরাচ্ছন্নতা,
মোহের ছন্দে নিদ্রা যেও না।
দেখো পিশাচের অট্টহাসি মাখা যমকালো শর্বরী
স্বাধীন মাতৃ ভূ-খন্ডে।
উঁইপোকার মতো কারা যেন নিরবে নিভৃতে খাচ্ছে
স্বাধীনতার সার্টিফিকেট !
জ্বালাও তেজস্বী অনল দুর্বার দুর্বার,
পুড়িয়ে দাও দুর্ভেদ্য অন্ধকার মোখশধারী উঁইপোকা।
দেখো অন্যায় অত্যাচারের কালো রং আঁকড়ে ধরেছে
রক্তাক্ত স্বাধীন পতাকা !
মায়ের কোমল ক্রোড় চেপে বসেছে দুর্নীতির আখড়া,
জাগো জাগো,
ন্যায়ের তেজস্বী প্রদীপ হয়ে বাংলার সূর্য সন্তানেরা।

-সংশোধিত

প্রকাশিত: যৌথ কাব্যগ্রন্থ "নীলজ্যোস্নার সিঁড়ি "-2017 ইং।