আরও একবার পাগল হতে ইচ্ছে করে কেন যেন,
হয়ত কারও তরে।
হাসতে ইচ্ছে করে প্রাণ খোলা অট্টহাসি
ফেলে আসা ঝংপড়া স্মৃতিগুলো
আবেগের আল্পনায় রাঙাতে ইচ্ছে করে আরও একবার।
আজ বহুপথ পেরিয়ে ক্লান্ত পথিক,
ফিরে যেতে চায় আবার ফেলে আসা ঠিকানায় !
সম্মুখে প্রাচুর্য্যের সমাহার,
পিছু হতে কে যেন ডাকে চিরচেনা সুরে
নিথর দেহে ফিরে পেতে চায় সঞ্জীবন
বিষাদের কুজ্ঝটিকা ঝেড়ে আরও একবার মুক্তি পেতে চায় মন।
-সংশোধিত