হয়ত বেশ সুখেই আছো তুমি,
কোন এক সুদর্শন যুবকের কামনায় নিঃশ্রিত শুভ্র রক্তশুষে।
ঝরা বকুলের ক্রন্দন ভুলে,
নিশীফুল হয়ে বেঁচে থাকে তোমার জরায়ূ।
আমার যৌবনদন্ড,
ভিসুবিয়াসের লেলিহান জ্বালামুখে নিয়তই ঝলসে যায়।
হয়ত এখানেই আমার সার্থকতা ,
তুমি আমার হলে হয়ত,
জন্ম হতো না এমন কবিতা,
জন্ম হতো না বিরহী হেমলক শুষে বেঁচে থাকার বিরল অভিজ্ঞতা।
-সংশোধিত