হাজার বছর পরে
পৃথিবীটা কোনদিন যদি উল্টো আবর্তন করে
নিক্ষান্ত সময়ের কাঁটা বিপরীতে ঘুরিয়ে
যদি এ মানব জনম আরেকবার ফিরে
প্রতিটি নিশ্বাস রেখে দিব শুধুই তোর তরে।
প্রতিটি স্বপ্ন গাঁথবো আবার হলুদ সোনালু ফুলের মতো
আবেগী ঊর্মি হয়ে ধুয়ে দিব তোর
ওপারের জীর্ণতা যত।
এ জনমের শূন্য হৃদয় সে জনমে হয়ত পাবে পূর্ণতা,
না হয় চাইবো আরেক জনম ঘুচাতে প্রেমের ব্যর্থতা।
-সংশোধিত