জীবনের সমস্ত লেনদেন অপূর্ণ রেখে কোন একদিন,
কোন এক কাক ডাকা ভোরে,
ছেড়ে যাব এ মুখস্ত শহর,
এ মুখস্ত মানুষগুলো।
অতি কঠিন নীরবতার আস্তরণ লেপ্টে যাবে বাকযন্ত্রে,
সন্তুপর্ণে মিশে যাব কালের মিছিলে।
আমায় খুঁজে পাবে না মধুর ক্যান্টিনে চায়ের আড্ডায়
সরব ভিড়ে।
না শাহবাগের মোড়ে,
রমনায় কিবা মেডিক্যালের পাশে শুয়ে থাকা শহীদ মিনারে।
আমায় দেখবে না আর,
ঢিলেঢালা পোশাকে, পুরানো চটিজুড়ো রঙ করে
নজরুল মঞ্চের পাশে খাবি খেতে।
দেখবে না আর,
হাকিম চত্বরের ফোসকা আড্ডায়,
কিবা সোহরাওয়ার্দীর প্রাণের মেলায়
কংক্রিটের এ যান্ত্রিক শহর, মুছে নিবে আমার জীর্ণ পদচিহ্ন।
আমি হারিয়ে যাব কোন একদিন,
তোমাদের এ কাঁচের শহর ছেড়ে,
দূরে,
বহুদূরে,
কোন এক সুপার গ্যালাক্সি ভিড়ে,
আবেগের স্বরে হয়তো কেউ বলবেনা,টি এস সির সবুজ ঘাসে আড্ডা দিতে
রৌদ্র,
আর একবার আয় ফিরে ।