হে প্রভূ,
আমাকে না হয় ঝাড়ুদার বানিও,
তোমার মহামহিমামন্ডিত
কাবা গৃহের।
আমি কাবা'র ধুলোয়
গড়াগড়ি খাবো
কাবা'র ধুলি গায়ে মাখবো।
কাবা'কে বুকে জড়িয়ে নিদ্রা যাব,
ফের চুম্বন করে,
জাগ্রত হব।

এ অধমের মৃত লাশটি কাবা'র  ডাস্টবিনে,
একটু স্থান দিও।
হে প্রভূ,
তোমার খাস কাবা'র খাস গোলাম,
করে নাও মোরে।

হে প্রভূ,
না হয় মদিনায়,
রাসূলের রওযা মোবারকের,
ধুলি মুছবার চাকর বানাও।

আমি রাসূলের,
রওযা মোবারক
জড়িয়ে নিদ্রা যাব,
ফের পদ চুম্বন  করে
জাগ্রত হব।
আমাকে ইসলামের,
খাস গোলাম বানিয়ে দাও।
সে ই তো এ অধমের
পরম পাওয়া।

     ''''''যবণিকা ''''

রচনাকালঃ০৫/১০/১৪ ইং
হলদিয়া
মধুপুর,টাংগাইল।