ওরে ও উদাসী হাওয়া, আমায় যা রে নিয়ে যা,
যেথায় আছে নবী,হযরতের রওযা.....(২
--------
যেথায় আমার নবী হযরত ঘুমিয়ে আছে, আমায় যারে নিয়ে
যা, সেই মরুর কাছে... (২)
তার পাক কদম চুমে, মোর দুযখ হারাম হবে, নিয়ে যা......(২)
ওরে..................................হযরতের রওযা।
--------
যেথায় দীনের নবীর, জন্মভূমি আছে,
আমায় যা রে নিয়ে যা, সেই মক্কার কাছে.....(২)
হজরে আসওয়াদ চুমে, মোর দুযখ হারাম হবে, নিয়ে যা....।
ওরে............................... হযরতের রওযা...(২)