এই ধরেছি ওরে শালা,
নয়া জামাই কুলাব্যাঙ,
এবার তোর রেহাই নাইরে,
ছিঁড়ে দিবো দুটি ঠ্যাঙ।

রাগের মাথায় ঢোলের মতন,
যতই ফুলাও পেটুখান,
এবার তোরে ধরেছি শালা,
থামিয়ে দিবো ঘ্যাঙড় ঘ্যাঙ।

রোজ রাতে ঘুম ভাঙিস,
চৌকির নিচে শুয়ে,
আজ ধরেছি ওরে ব্যাটা,
দিবো অক্কা দিয়ে।

রশি বেঁধে গলার মাঝে,
চুবাবো ডোবার জলে,
দেখবো তখন কেমনে ডাকিস,
সর্দিজ্বর হলে।

একি আপদ ! একি আপদ !!
এবার বুঝি যায় প্রাণ,
খোকার কথা শুনে শুনে,
মলিন কুলার মুখখান।

মা বললেন দুষ্টু খোকা,
দাওনা ওকে ছেড়ে,
বেশ হয়েছে আর মেরো না,
বেচেরা যাবে মরে।

আচ্ছা না হয় ছেড়েই দিলেম,
মায়ের কথা মতো
কান খাড়িয়ে শুন রে ব্যাটা,
অভিযোগটা কতো।

না ছিঁড়লাম ঠ্যাঙ এবার,
না চুবালাম জলে,
আবার যদি ডাকিস ব্যাটা,
কান দুটো দিবো মলে।

-সংশোধিত