আমি ফাঁসির মঞ্চে হাসতে শিখেছি,
আর সত্যের পথে মরতে।
আমি শুষে দেখেছি বিভীষিকাময় মৃত্যু যন্ত্রণা,
আর ক্ষুধার রণে উদরে পাথর বেঁধেছি সহস্রবার
কালো সভ্যতার দূষিত পবনকে করেছি নিত্য আপন।
ওহে দুঃশাসন,
আমায় পোড়াতে এসো না।
তোমার ওই শোষক লোচন জ্বলসে যাবে
বারুদ আর কামান ফুরিয়ে যাবে
আমার রক্তের লাভাস্রোতে
ছাই হবে সব।
আমি বাংলা মায়ের নির্ভেজাল দুগ্ধ পিয়েছি
ধুলির সাথে খেলা করে পেয়েছি পরম ধন
সত্যের পথে
ন্যয়ের সাথে,
আমার চির গমন।
আমাকে ভয় দেখাতে এসো না,
কনডেম সেলের অন্ধগারদে আমার জন্ম
ফাঁসির মঞ্চ আমার দরজার প্রথম স্টেপ।
আমি শিখে গেছি সবকিছু ভেঙেচুরে নতুন করে গড়তে,
ফাঁসির মঞ্চে হাসতে শিখেছি,
আর ন্যায়ের পথে মরতে।
-সংশোধিত