ফাগুনের কোন এক ঝরাপাতার দিনে,
শুকনো পাতার রাজ্যে বসেছিলাম দুজন,আবেগের জালিকা বুনে।
মরমর ছন্দে,
হৃদয়ের রন্ধ্রে,
সে কি আবেগী উষ্ণতা, ফাল্গুনী সমীরণ হয়তো তা জানে ।

তার অস্পর্শা নবযৌবন,
যেন পর্বত ক্রন্দনের ক্ষয়িষ্ণু প্রস্রবণ,
হৃদ সায়রে মোহের উত্তাল বীচি,
প্রচন্ড ক্ষিপ্রতায় প্রহত হয়ে জাগিয়েছিল সাধ ভেঙেছিল বাঁধ,
অক্ষির প্রপাত।
হিয়ার মাঝে সেই ক্ষণে কিসের ঝঞ্ঝা, কিসের লহর,
দীনহীন নগ্ন বৃক্ষই তা জানে ।

দলিত পত্র পল্লব চূর্ণ হয়ে তুলেছিল কিসের সুর,
স্বপ্নগুলো মৃদু পবনে উড়ে উড়ে গিয়েছিল কতদূর,
কেই বা তা জানে ?
সে গহিন অরণ্যে ঝরাপাতার দিনে,
কি মোহ মূর্ছনার তানে,
আপ্লুত ছিল দুটি মন,
বিদ্রোহী নব কিশলয়গুচ্ছ হয়তো তা জানে।
নয়ত জানে কুঞ্জরিত পিক,
বিজন বনের ডাহুক,
নির্মল তরুর স্পন্দন,
আর জানে মুচকি হাসির স্থূলিত নবযৌবন ।

-সংশোধিত

রচনাকালঃ ১২/০৯/২০১৪ ইং