এখন আমি একা থাকতেই খুউব ভালোবাসি।
ভালোবাসি নিঃসঙ্গ আকাশ
ডানাহীন উড়ন্ত বাতাস,
নিঝুম রাতে ঘাটে বাঁধা শূন্য নৌকা
আর ভালোবাসি আধপোড়া ত্রিমাত্রিক স্বপ্নগুলো।
এখন আমি একা থাকতেই খুউব ভালোবাসি,
ভালোবাসি সেগুন কাঠের দরজা পেরিয়ে উদাসী মাচা,
যেখানে এখনো নুয়ে আছে নিশীতার ছোঁয়া।
প্রতিরাত্রে নিশীতা ফিরে আসে অতি সন্তুপর্ণে, খালি পায়ে পা টিপে টিপে,
যেন তার নূপুরের নিক্কন আর রেশমি চুড়ির শব্দ কেউ না শুনে।
আমি অধীর হয়ে বসে থাকি দলছুট বিহগের মতো,
ভীষণ নিঃসঙ্গ নিশাচর হয়ে,
কেননা, নিশীতাও এখন নিজেকে আঁড়ালে রাখতে ভালোবাসে।