দুঃখ রে
তুই বুকের ঘরে নীরবে নিভৃতে আর কতো কাঁদবি ?
ব্যর্থতার সৈকতে চর জাগা তীরে মিছে মিছি স্বপ্নমহল
আর কতো বাঁধবি ?
জানিসনে কি তুই ?
তীরে জাগা চর
বালিয়াড়ি ঘর,
ধসে যাবে কখন
যখন তখন,
হয়ে যাবে সবই পর নিশ্চয়ই নিশ্চয়।
মনের মাঝে বিষাদ বেণু আর কতকাল বাজাবি
জানিসনে কি ওরে
কিঞ্চিত সুখের পরশ সবেই তো চায় ধূসর এ অবনীপুরে।
তবুও তোকেই বেসেছি ভালো
তোর দহনে পুড়ে পুড়ে হতে চাই
ছাই কালো।
দুঃখ রে,
তোর মাঝেই মিশিয়ে নে আমায় চিরকালের তরে
সুখ নামের সেই পাখিটি কভু যেন স্পর্শে না মোরে।
-সংশোধিত