যেদেশে মানুষ মানুষকে জবাই করে পশুর মত,
    লাশের উপর চলে নির্লজ্জ আদিম,
                 উল্লাস নৃত্য,
     পদে পদে অন্যায় অবিচার ত্রাস,
           সেদেশের কোথায় বল,
               মনুষ্যত্বের বাস ?
  যেদেশে ধর্ষিতা হয় পঞ্চমবর্ষীয়া শিশু,
           পথের ধারে ধূলোয় লুটায়,
                রক্তসিক্ত পতাকা,
  অর্থের দাপটে কাঁদে শিক্ষার সার্টিফিকেট,
             শ্রমিকের উদরে পদাঘাত,
               বকের পোষাকে ঢাকে,
                 কাকের কুৎসিততা,
সেদেশের কোথায় খুঁজো পবিত্র মানবতা ?
            যেদেশে অজস্র বেকার,
                   চাপা ধিক্কার ,
                  চাকুরিটা তার,
                 মোটা অর্থ যার।
           সত্যের মুখে তালা আঁটা,
                রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি,
সেদেশে কোথায় খুঁজো এক্য সাম্য সম্প্রীতি ?
      যেদেশে নেশায় উন্মাদ যুব সমাজ,
            জন্মধাত্রীর উদরে চলে,
                  নেশার ছুঁরা,
           প্রকাশ্যে সীতা হনন,
উদরের দায়ে অস্তমিত মলিন নীতি আদর্শ সত্য,
          ন্যায় বিচার চাপা পড়ে,
                ঘুষের পকেটে
মিথ্যার রক্তচক্ষু চুষে খায় সত্য সাক্ষ্য,
          স্বার্থের মোহে কুম্ভুকর্ণ যেন
              সকল প্রশাসন,
সেদেশে কোথায় খুঁজো আইনের শাসন ?


     আমি কৃষকের ঘামের দাম খুঁজি,
        খুঁজি নারী শ্রমের ন্যায্য মূল্য,
            অনাথের সহানুভূতি।
শোষণের নির্বাক পেষণ হেরি জ্বলে উঠি,
      চাপা দ্রোহের দুর্নিবার আগুনে
           আমার সোনার বাংলা,
          লুটে খায় কোন শকুনে ?

জাগো রে দ্রোহের অরুণ দুঃসময়ের কান্ডারী,
         হুংকারে হুংকারে ডুবাও ওই,
              যতসব পাপের তরী।
      ভরাডুবি করো সব দুর্ভেদ্য দুর্নীতি,
মানবের মাঝে বিলিয়ে দাও সত্য সুধা সম্প্রীতি।

                            ---
সংশোধিত

{2018 সালে "জলতরঙ্গে কাব্যভেলায়"প্রকাশিত।}