দিঘিতে কোমর জলে রক্তিম শতদল,
তুলিতে নেমেছে সব কিশোরীর দল।
দিবসে যেন হায় উঠেছে শশী,
ঝলমলে রৌদ্রে টলমলে হাসি।
লাজে যেন সবিতা হয়েছে ম্লান,
দিঘির কালোজলে কিশোরীর স্নান।
-

(সংশোধিত )