লামিয়া,
সত্যিই তুমি সুচতুর।
বেশ তো, সুখেই আছো এ ছন্নছাড়া ভূবন ত্যাগী।
আমি কি পারতাম এতো সুখ দিতে ?
অর্থের প্রাচীরে আজ তোমার চারপাশ ঘেরা,
আর আমি ?
বেকারত্বের গ্লানি বুকে চেপে বুভূক্ষু প্রলাপ বকছি।
অর্থের সংকটে জানালার গারদ ভেঙেছে অসহায় ভালবাসা।
রিক্ত গৃহে খক্ খক্ কাঁশে রোগাক্রান্ত স্বপ্নগুলো,
সুখগুলো ক্ষীপ্র ধাবমান অজানা দিগন্তে,
ঠিক তোমার মতো কোন এক সুখ পারাবতের সন্ধানে।
স্বার্থের সংঘাতে সবই এখন আর্দ্র মরীচিকা।
তোমার মোহাচ্ছন্ন ভালবাসা,
ব্যর্থতার বিক্ষুব্ধ বর্শায় খুঁচিয়ে খুঁচিয়ে ফুঁটো করেছে মৃতপ্রায় জীর্ণ হৃদপিন্ডটা।
যৌবনচাকে এখন তোমার নব অলির রাজত্ব,
বেশ তো সুখেই আছো অজানা অরণ্যে।
সেথায় তোমার স্বপ্নের নগরে হেসে হেসে উঠে দীপ্ত রবি,
আর দুর্নিবার চির অন্ধকারে আমার পৃথিবী।
-সংশোধিত