আমার পিয়ানোটা গোঁমড়ামুখী,
স্পর্শ পায়না বলে,
গীটারটাও যে কখন কোথায়,
অভিমানে গেল চলে।

আড্ডাগুলো শুকিয়ে এলো ,
উপস্থিতি বিনে,
একতারাটাও পালিয়ে গেছে,
কখন কোনখানে।

বড্ড উদাস এখন আমি,
বেসুরে ধরেছে কণ্ঠা,
স্বপ্নগুলো পুড়ে পুড়ে,
বাজায় ছুটির ঘণ্টা।

একলা আমি পথ চলেছি,
নিজেই নিজের মতো,
বুকের মাঝে লেপ্টে আছে,
তারই দেয়া ক্ষত।

সে যে বড়ই অভিমানী,
নীল সাগরের মতো,
নোনাজলে চুঁবিয়ে দিয়েছে,
আমার স্বপ্ন যত।

-সংশোধিত