কিছু গ্লানি মুছে ফেলতে হয়,
ভুলে যেতে হয় কিছু জয় কিছু পরাজয়,
পচাৎতে ফেলে দুঃসময়ের অদ্রী সম্মাখে চলো দুর্বার নির্ভয়,
বিজয়ের কেতন উড়ছে অদূরে,
ভুলে যাও পরাজয়।

এখন আঠারো যার,
শিকল ছেঁড়ার সময় তার।



(সংশোধিত )