বৈরাগী হওয়ার চাঁদ উঠেছে আজ নীলাকাশে,
ঝলমলে রুপালী চাঁদ,
জোছনা বিলায় দূর্বাঘাসে।
কেটে গেছে বিষাদের ঘোর শর্বরী,
কোথাও নেই বিষণ্ন কালোমেঘের বিস্তর ছড়াছড়ি,
এখনই সময়,
একতারা হাতে চলো ঘর ছাড়ি।
না, না, তুমি এসো না গো প্রিয়ে,
বৈরাগী এ মনাকাশে
বিষণ্ন মেঘ হয়ে।
নিস্রোতা নদীর সুরে একাই গেয়ে যাব,
বৈরাগ্য মনে।
নিয়ে নাও এ অর্থ বিত্ত, নাম যশ খ্যাতি,
জীর্ণ এ একতারাটা,
হোক না আমার সাথী।
ভেসে যাক সকল কিছু সময়ের মোহনায়,
আমায় শুধু ছুটি দাও এবার,
ভেসে যেতে এ বৈরাগী জোছনায়।