ওগো বিশ্বনন্দিনী বাংলা মা,আমি বিভোর তোমার রূপ দেখে,
এতকাল পর বুঝতে পেরেছি তাঁরা কেন মরেছিল হাসিমুখে।
কেন এতো বীর উঁচিয়ে শির অবিনাশী দর্পভরে,
ঢেলেছে বুকের তাজা রক্ত বজ্র কণ্ঠসুরে।
তোমার ওই রূপের সুধা মেখেছি বুকের পাঁজরে,
ধন্য হলাম পূর্ণ হলাম আজিকে চিরতরে।

-সংশোধিত