বংশাই নদীরে,
আমারে তুই ভাসিয়ে নে তোর ঘোলাজলে।
সেথায় মিশে আছে বৃদ্ধমাতার রুগ্ন তনু,
পিতার সমাধির দেহাবশেষ,
টুকটুকে সোনা বোনটি,
সাধের সংসার ভিটেমাটি ঘর।

কতো স্বপ্নছিল বৃদ্ধমাতার চোখে মুখে,
ছোট্ট বোনটির বুকে,
সহসা তোর আগ্রাসী থাবায় ভেঙে দিলি স্বপ্নের খেলাঘর।
বিধ্বস্ত বিরান ভূমিতে নির্বাক ক্ষত বিক্ষত বুকে,
আমি এক অপরাজিত নিঃসঙ্গতার নৃপতি।

বংশাই নদীরে,
তোর ঘোলাজলে গা এলিয়ে মায়ের আঁচল পরশ পাই,
বিম্বিসার অমাবস্যায় পাই ছোট্ট বোনের চাঁদমুখ,
বাবার দর্পভার বুকের ন্যায়ের পরশ,
আর পাই ভিটেমাটির ঘ্রাণ।
এ নিঃসঙ্গ মৌনতা আর ভাল লাগে না,
আমারেও ভাসিয়ে  লয়ে যা সেথায়,
যেথায় মায়ের কোমল বুকের শীতল পরশ।

-সংশোধিত