সখি,
কোথায় রবে আজ তোমার শত ফাঁকিঝুকি ?
দুর্ভেদ্য ওই প্রাচীর আঁড়ে,
কি সুখ রেখেছো যতন করে,
কি মধুর নহর লহর তুলে সেথা,
শত চেষ্টায়ও লভিতে পারিনি তা,
তোমার রাজ্যে আজ আমার পূর্ণ স্বাধীনতা।
সে প্রাচীর আজ ভাঙবোই,
সপ্ততল মৃত্তিকা ভেদি গুপ্তমণি হানবোই।

আজ ভুলে গেছি ভিসুবিয়াস বিস্ফোরণ ত্রাস,
হোক না বিস্ফোরণ,
হোক না সর্বনাশ।
জ্বলে যাক মনের আটলান্টিক,
হয়েছি আজ মহাডুবুরী,
দুর্ভেদ্য সেই ট্রয়,
করবোই আজ জয়,
অল্পে দেবো না ছাড়ি।

তোমার বুকের মহাকাশে জলন্ত নক্ষত্র যত,
জ্বালিয়ে পুড়িয়ে দিক মোরে অনবরত,
তবুও আজ নেপোলিয়ন হব,
তিলে তিলে সব রাজ্য জয় করব।
তুমিও হয়ত আমারি প্রতিক্ষায়,
যৌবন ভেজা ষোড়শী গোলাপ উপহারিতে আমায়।
চির বন্ধনে বেঁধে নাও আমায়, হাতে রেখে হাত,
খুলে দাও মনের সকল দুয়ার মধুমাখা এ রজনী যেন না হয় প্রভাত।

-সংশোধিত