যে পথ ধরে হেঁটে চলেছি পৃথিবীর আলিঙ্গন চুমে
অচেনা হবে সেই পথ।
ফুলের পাপড়িতে জমে থাকা শিশির বিন্দুর মত বিলীন হয়ে যাবো সময়ের  ব্যগ্রতায়।
বুনোহাঁসের দল উড়ে যাবে সমুদ্রের শৈবালে
প্রাচীর ঘেরা আবেগ মুক্তি নেবে দীর্ঘশ্বাসে
আঙুলের ডগায় জমানো মদ,
বালির প্রতিবিম্ব ক্ষমতা,
সমুদ্রে জমে ওঠা লবণের স্তর,
ভঙ্গুর ইতিহাস,
আর চোখের পাতায় জমে থাকা মুখস্ত মানুষ, মিশে রবে নিথর কঙ্কালে।
সে পথ আবার রঙিন হবে অন্য ফুলে
আমার নিশ্চিহ্ন সমাধির উপর গড়ে উঠবে সহস্র সভ্যতা,
ট্রিনিয়াস সেলসিয়াস অগ্নিকুন্ডে পতঙ্গের ভস্মীভূত ইতিহাস, কেউ লিখবে না কোনদিন।

-