আমি খুঁজি জীবনানন্দের বাংলার সেই মুখটি,
যা দেখে বাঞ্ছা জাগে না ধরিত্রীর মুখ দেখবার,
পল্লির শ্যামল প্রান্তরে খুঁজে পাই তার কিঞ্চিত রূপের ছটা,
দাম্ভিক শহরের মস্ত ইমারতে বিলীন সেই রূপ।
এখানে রাজনীতির কালো ধোঁয়ায়, শ্বাসরূদ্ধ হই বারবার।
ছোপ ছোপ দুর্নীতির কালিমা লেপ্টে আছে সেই সুশ্রি বদনে
স্বাধীন মায়ের আঁচলে ব
শকুনের
দুর্গন্ধ ?
শহীদের পবিত্র রক্তস্নানে পূণ্যভূমিতে,
এ কোন মলমূত্রের
সভ্যতা ?
কৃত্রিমতার ভিড়ে হারিয়ে ফেলেছি,
বাংলার সেই মুখ।
অন্যায়ের ঘোর নিশীথে, ন্যায়ের
ক্ষণপ্রভা বিজলীতে,খুঁজে বেড়াই,
বাংলার সেই
মুখটি।
মাগো, কেঁদোনা,
লজ্জায় ঢেকোনা মুখটি, অশ্রুসিক্ত
আঁচলে।
তোমার মুখের দুর্নীতির কালিমা,
আবার মুছে দিবো,
পবিত্র রক্তে।
আবার ফিরে পাবো, বাংলার সেই,
রূপয়সী মুখটি।
যবণিকা
রচনাকালঃ ০৮/০৪/২০১৪ ইং