আপন ঘরে আপনার ঘর,
আপনি আপনার পর,
যেজন থাকে আপন ঘরে,
অহর্নিশ খুঁজি তারে।

থেকে সে আপন ঘরে,
রঙে রঙে ঘুরে ফিরে,
ত্রিভূবণ সন্ধান করে,
পেরেসান হইলাম ওরে।

যারে খুঁজে মন,
সে যে পরম ধন,
আপন ঘরে বসত করে,
যাযাবরের মতন।

সে যে অতি চতুর জনা,
নিঁখুত কারিগর,
আপন হস্তে বেঁধে মহল,
লুকায় জনম ভর।

উড়লে পাখি কোথায় যাবে,
বলো কার বা বিচার হবে,
অন্ধ হয়ে ভেবেই গেলাম,
উত্তর মিলবে কবে ?

-সংশোধিত