জীবন বৃক্ষটার চার আনা পুষ্প,
বারো আনাই কণ্টক,
যা কিছু রটে ঘটে, দু'আনা সত্য,
চৌদ্দ আনাই নাটক।
যেটুকু দেখি চক্ষু মেলি,
তার চেয়ে বেশি থাকি অন্ধ,
যেটুকু সুবাস ছড়াই ভবে,
তার চেয়ে বেশি দুর্গন্ধ।
যেটুকু করি ভাল কর্ম,
তার চেয়ে বেশি মন্দ,
অপরের তরে যা কিছু করি,
তার চেয়ে বেশি দ্বন্ধ।
নিয়তির শিকল ছিঁড়তে গিয়ে,
যেটুকু হয় পাওয়া,
তার চেয়ে বেশিই থাকে,
অসমাপ্ত চাওয়া।
যেটুকু ফোঁটাই,
দিগুণ রটাই,
উলুবনে লুটাই ধন মান জ্ঞান,
শুধু থাকে জীবন বৃক্ষের অসমাপ্ত লেনদেন।