নিশীথ অক্ষে কাজল এঁকে তন্দ্রাচ্ছন্ন তুমি,
দেখনি উদরে পাথর বেঁধে
অর্ধমৃত আমি।

শ্রবনি আমার ক্রন্দনরোলে গগণভেদি চিৎকার,
অহমিকায় সদা পুলকিত তুমি
আমাকে দিয়েছো ধিক্কার।

জন্মান্ধ এতীম ওরে দেখিনা প্রভাত রাতি,
উদরের দাবি মেটাতে গিয়ে
খেয়েছি প্রহার লাথি।

দু'মুঠো অন্ন মুখে তুলে দিতো যেজন মহীয়সী জননী,
ব্যথার অদ্রী বুকে চেপে
ছেড়েছে সেও অবনী।

কত স্বপন আবেগ আলোড়ন আমায় বুকে নিয়ে,
চক্ষুদান করবে আমায়
কতক টাকা জমিয়ে।

হয়নি তার স্বপ্ন পূরণ দেখিনি প্রভাত কিরণ,
ওহে ধনবান যতনে রেখো
সিন্দুকে ভরে ধন।

মানুষ বলে নেই বুঝি কেউ অরণ্যে বৃথা রোদন,
শ্রবেণা কেউ এ ধরাতে
অসহায়ের ক্রন্দন।

-সংশোধিত