দুর্গম পথে অসীম বাধা,
দুরন্ত হৃদে
অশান্ত আশা,
এরই নাম ভালবাসা।

প্রবল আশা দ্বিগুণ ব্যর্থতা,
মিথ্যে স্বপ্নে,
শমন নেশা,
এরই নাম ভালবাসা।

মায়া মোহ রিপুর টানে,
নিন্দার কাঁটা পদে দলে,
সাঁতার না জেনে
অকূলে ভাসা,
এরই নাম ভালবাসা।


সঙ্গি করে তপ্তজল,
সাজিয়ে স্বপ্নমহল,
শূন্য দিয়ে গুণ করে জিবন অংক কষা,
এরই নাম ভালবাসা।

স্বপ্ন সাজাতে নরক জ্বালা,
কণ্ঠে লয়ে কলঙ্ক মালা,
দুখের ষ্টীমরুলারে স্বপ্নগুলো পিষা,
এরই নাম ভালবাসা।

শাসন শোষণের পিঞ্জর ছিঁড়ে,
সত্য মিথ্যার প্রবল ঝড়ে,
স্বাধীন হয়ে বাঁচার আশা,
এরই নাম ভালবাসা।