মহাকালের চির জলন্ত সবিতার মতো আর কতো কাল
পোড়াবে আমায় ?
এ্যাভিনিউয়ের পাশে সদা জ্বলন্ত ল্যাম্বপোস্ট ফিলামেন্ট হয়ে, অহর্নিশ জ্বলছি,
যেন শুক্রের এসিড দগ্ধতা।
আগ্নেয়গিরির জলন্ত লাভামুখে ভস্মিভূত শিলা শিখা চিরন্তন হয়ে,
প্রদীপ্ত করেছি তোমায়,
আর কতো পোড়াবে আমায়?
জ্বলে জ্বলে মঙ্গলের লোহিতবর্ণ নুড়িপাথর অব্যক্ত ভাবনাগুলো,
অক্ষিতে প্রশান্তের গভীরতাও শুষ্কতার পথে।
কপলের দু'ধারে অনন্তপ্রবাহিত যমুনা,
তারই তীরে পরহস্ত ধরে সাজাও তাজমহল।
সুখের জলোচ্ছ্বাস তোমার বুকে,
অভিমানের দুর্বোধ্য অনলে আর কতো পোড়াবে আমায় ?
আজ ধসে গেছে দুর্ভেদ্য প্রতীক্ষার প্রাচীর,
কোন্ জনমের প্রতিশোধ নিলে,
তাই ভাবি নিরন্তর......
-সংশোধিত