আজ তোমায় ছুটি দিলেম
অনন্ত ছুটি,
ভাবনার অলিগলি পেরিয়ে ছুটে যাও ইচ্ছে যতদূর।
পয়োধির সবটুকু জল,
জানি কেউ রাখতে পারেনি কভু মুঠোয় পুরে।
মোহনায় এসে ভিড় করে পূঞ্জীভূত ফেণা,
আমি না হয় সেটুকুই হব,
অনন্ত স্রোতে ভেসে যাও তুমি,
শৈবালের সাথে মিত্রতা করে কাটিয়ে দিবো অবশিষ্ট জীবন।

-সংশোধিত