নিশীথ অক্ষে কাজল এঁকে তন্দ্রা যাও তুমি
দেখনি উদরে পাথর বেঁধে
অর্ধমৃত আমি।
রসনায় তোমার বিলাসী প্রসাদ আমি অনাহারী
তোমার ফেলা উচ্ছিষ্ট লয়ে
কুকুরের সাথে লড়ি।
জন্মান্ধ এতীম ওরে বুঝি না প্রভাত রাতি,
উদরের দাবি মেটাতে গিয়ে
খেয়েছি প্রহার লাথি।
অনাথ এতীম গরীব আমি জীর্ণ শীর্ণ তনু
বিলাসবহুল প্রাসাদে তোমার
হাসে সুখের ভানু।
তুমিও মানুষ আমিও মানুষ একই রক্ত প্রাণ,
তবে কেন তোমাতে আমাতে
এতো ব্যবধান ?
আমার দেহের রক্তচোষে গড়েছো রঙ্গমহল
আমারে রেখে অনাহারী
কোথায় তোমার আমল ?
শমন জলে স্নান করিলে একই আস্তানা
পড়ে রবে নারী গাড়ি
স্বর্ণমহল খানা।
তবে কেন এতো দম্ভ কিসের আপন পর
আমারে সেবিছে যেজন
সেজন সেবিছে ইশ্বর।
(সংশোধিত )