আমি ফুল হতে চেয়েছি,
ফুটতে চেয়েছি তোমার মনের কাননে,
না হয় তোমার সৌখিন ফুলদানি সাজাতে।
নিজেকে বিলিয়ে দিতে তোমার মাঝে,
আপন সৌরভে তোমার ভূবন রাঙাতে।
আমাকে বুকে নিয়েছো ঠিকই
অন্তরে নয় বাহিরে বাহিরে,
শুষে নিয়েছো অবলা ফুলের মধু।
মেখেছো ঠোঁটে নিকোটিন ভরা সিগারেট বানিয়ে,
তারপর,ফেলেছো এ্যাসট্রেতে।
তোমার ভূবনে ফুল হতে পারিনি,
তবুও জ্বলে জ্বলে দিয়েছি কিঞ্চিৎ সুখ তাতেই আমি ধন্য।
ফুল হতে পারিনি,ফুলদানিতেও মেলেনি ঠাঁই
তবুও তো হয়েছি ছাঁই।
এ্যাসট্রে হতে ফুলদানি পানে চেয়ে চেয়ে,
কষে যাই ব্যর্থ জীবনের অবশিষ্ট  হিসেব।

-সংশোধিত