কাঁদি আমি রাসূল তোমার চরণেরই তরে,
মহাসংকটের রুদ্ধজালে পড়ে।
পাড়ের সিন্ধু তরঙ্গ ভারী,
ডুবুডুবু আমার এ উৎসন্ন তরী,
আমারে লহনা করুণা করি।

মহীতে এসে মায়ার ভ্রমে ভুলেছি আখিরাত,
ভুলেছি বারযাক, ভুলেছি  পুলসিরাত,
পাপীর কান্ডারী তুমি,
তাই তো তোমায় স্মরি,
আমারে লহনা করুণা করি।

মর্খতার পর্দা ছিঁড়ে তারে দেখলাম না,
কি ধন দিলো আমার ঘরে খুঁজেই পেলাম না।
জীবন রবি পশ্চাৎ পানে,
দিবস গেল ভ্রান্ত ধ্যানে,
রিক্ত হস্তে তিক্ত হৃদে রইলাম একা পড়ি,
আমারে লহনা করুণা করি।

-সংশোধিত