আমার মন মেতেছে তোমার সনে,
দৃষ্টিহরা সৃষ্টি তুমি,
বৃষ্টি ঝরাও, মধুক্ষণে,
মিষ্টি হাসিরদুষ্টুমিতে,
পুষ্প ফুটাও, মনের বনে,
আমার মন মেতেছে তোমার সনে।
পদ্মফোঁটা দিঘির জলে,
খেলবো খেলা স্নানের ছলে,
দুলবো মোরা ঢেউয়ের দোলে,
তুলবো কমল হস্ত মেলে,
ডাকবে কোকিল মধুক্ষণে,
বাজবে বেণু মনের বনে,
আমার মন মেতেছে তোমার সনে।
সূর্য যখন নামবে পাটে,
সান বাঁধানো পুকুর ঘাটে,
বসবো দু' জন অঞ্চল মেলে,
প্রজাপ্রতি উড়বে ফুলে,
আমি শুধুই খেলবো খেলা,
তোমার সনে,
তোমার মনে,
আমার মন মেতেছে তোমার সনে।
ঝিঁঝিঁ ডাকে ঝোঁপের ধারে,
মিটিমিটি জোনাই উড়ে,
বইবে পবন পত্র নেড়ে,
জোৎস্না দিবে আলোয় ভরে,
খেলবে গগন তারার সনে,
আমার খেলা,
তোমার সনে,
তোমার মনে,
আমার মন মেতেছে তোমার সনে।
আসবে প্রভাত মিষ্টি হেসে,
ঝরবে নীহার দূর্বাঘাসে,
উড়বে বিহগ বনে বনে,
মিশবে নির্ঝর নদীর সনে,
পথিক খেলবে পথের সনে,
আমার খেলা তোমার সনে,
তোমার মনের দুূর্গম বনে,
আমার মন মেতেছে তোমার সনে।।
যবণিকা