যে সাগরের যে জলেই ভাসাও সুখের তরী,
মনেরেখো সব সাগর,
এ বুকে আমারি।
যে বৃক্ষের যে পুষ্পেই সাজাও সুখের বাসর,
মনেরেখো সকল পুষ্প,
আমার প্রেমের দোসর।
যে গগণের যে মেঘেই, খেলো লুকোচুরি,
মনেরেখো সব গগণ,
হৃদয়ে আমারি।
যে রবির যে প্রভাতেই ভরাও সুখের সংসার,
মনেরেখো সকল রবিই,
চোখের তারায় আমার।
ডানামেলে যে গগণেই করো উড়াউড়ি,
তিভূবনের সপ্তগগণ,
পুরোটাই আমারি।
যে পবনেই পরশ মেলেই জুড়াও তনুখানি,
মনেরেখো সব পবনে,
নিশ্বাস আমারি।
যে কাজলে আঁকো তোমার বক্র নয়নখানি,
মনেরেখো সবফোঁটাই,
আমার চোখের পানি।
যখন যেখানে যেভাবেই থাকো, পিছু রবো আমি,
মনেরেখো আজন্ম
আমার মাঝেই তুমি।