ঘরে ফেরা বিহঙ্গের কলতান শেষে,
ক্লান্ত অংশুমালী মুখ লুকায়,
গোধূলির বুকে,
আমার পল্লিপ্রান্তে নেমে আসে বিদঘুটে অন্ধকার
জমাটবাঁধা দুঃস্বপ্নেরা লুকোচুরি খেলে,
অশরীরীর সনে।

দুরন্ত ঝিঁঝির অসমাপ্ত আওয়াজ,
জোনাকির মিটিমিটি আলোকচ্ছটা,
দূর গগণে কাদম্বিনীর চাদরে নক্ষত্রের জ্যোতি
আর
মেঠোগৃহে নিভু নিভু কেরোসিন প্রদীপ,
আমার পল্লি যেন এক,
নক্ষত্রের নগরী।
ঝরে যাওয়া স্বপ্নগুলো হারানো দিনের চাদরেমুড়ে
হাতের মুঠোয় পুরে খেলছি
এই আমি !
স্বপ্নগুলো ঝরে গেছে উল্কার মতো ক্ষীণপ্রভা বিকিয়ে।

কোটি নক্ষত্রের ভিড়ে,
আমি যেন
নিয়তির কৃষ্ণগহ্বরে আটকে যাওয়া নির্জীব জ্যোতিহীন
উপলপিন্ড এক,
নয়তবা গৃহত্যাগী যাযাবর,
আমার হয়না আর ঘরে ফেরা।

-সংশোধিত