সখি, দুখের অথই সায়রে হাবুডুবু খাচ্ছি,
মৃতপ্রায় এ জীবনে বেঁচে থাকার বৃথা আস্ফোলন,
পাড়হীন এ পারাবারে বহুদূর এসেছি সাঁতরে,
কোথাও মেলেনি কূলের অস্তিত্ব।
এক টুকরো ভাসমান বস্তু কোথাও নেই,
যাতে ভর করে ফেলবো স্বস্তির নিশ্বাস,
দুখের বিষাক্ত নোনাজল নিয়তই করেছে আমার সর্বনাশ।
এ জীবন রণাঙ্গনে,
আমি আজ বড্ড ক্লান্ত শ্লান্ত অবসন্ন।
ভেসে যাওয়া এ খরস্রোতে,
তোমাকে পেয়েছি একগুচ্ছ কচুরিপানা রূপে,
তাতেই ভর করে,
ফেলেছি বেঁচে থাকার মূমুর্ষূ শ্বাস, বেঁধেছি স্বপ্নপ্রাসাদ।
আমায় ফেলে যেওনা সখি,
আরও কিছুটা ক্ষণ বাঁচতে চাই তোমার পরশ মেখে,
এ বিষাদ সায়রস্রোতে অপলক চেয়ে চেয়ে থেকে।