হে বিশ্ব তাকিয়ে দ্যাখ,বাঙালি রক্ত দিতে জানে,
মাতৃভূমির তরে টগবগে রক্ত জোঁয়ার
প্রতি প্রাণে প্রাণে।
ন্যায়ের তরে উল্লাসে ভরে রক্ত সমুদ্রতল,
দেশের তরে এতো রক্ত,
কে দিয়েছে বল?
এতো রক্ত এতো প্রাণে,মুক্তির গানে গানে পূণ্যভূমির স্নান,
কে দিয়েছে রক্তেভিজিয়ে
এতো প্রতিদান?

বিশ্বের বুকে চির দুঃসাহসীক,তাজা তাজা প্রাণ,
কে দিয়েছে?কোথায়?
ত্রিশ লক্ষ প্রাণ?
শহীদের তেজস্ক্রিয় রক্তে উর্বর,শ্যামলীমা বঙ্গ উদ্যান,
আজ বিজয়ের উল্লাসে মেতে,বুকের পাঁজর খুলে
গেয়ে যাই সেই অমরত্তের গান।

                  

রচনাকালঃ১৬/১২/২০১৪ ইং
হলুদিয়া,
মধুপুর,টাংগাইল।।